View VSAQ Question

(Q) বিংশ শতাব্দীর একটি নারীকল্যাণমূলক প্রতিষ্ঠানের নাম লেখো।

Ans : বিংশ শতাব্দীর একটি নারীকল্যাণমূলক প্রতিষ্ঠানের নাম হল দীপালি সংঘ।

(Q) বিংশ শতাব্দীর একটি মহিলা পত্রিকার নাম লেখো।

Ans : বিংশ শতাব্দীর একটি মহিলা পত্রিকার নাম হল জয়শ্রী।

(Q) সরলা দেবী চৌধুরানি সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো।

Ans : সরলা দেবী চৌধুরানি সম্পাদিত একটি পত্রিকা হল 'ভারতী'।

(Q) কুমুদিনী বসু (মিত্র) যুক্ত ছিলেন এমন একটি পত্রিকার নাম লেখো।

Ans : 'সুপ্রভাত' পত্রিকার সঙ্গে কুমুদিনী বসু (মিত্র) যুক্ত ছিলেন।

(Q) মীরা দাশগুপ্ত সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো।

Ans : মীরা দাশগুপ্ত সম্পাদিত একটি পত্রিকা হল 'বেণু'।

(Q) বাংলার নারীরা কবে 'অরন্ধন' দিবস পালন করেন?

Ans : ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলার নারীরা 'অরন্ধন' দিবস পালন করেন।

(Q) 'অরন্ধন' দিবসের পরিকল্পনা কে করেন?

Ans : রামেন্দ্রসুন্দর ত্রিবেদী 'অরন্ধন' দিবসের পরিকল্পনা করেন।

(Q) 'প্রতাপাদিত্য উৎসব'-এর সূচনা কে করেন?

Ans : সরলা দেবী চৌধুরানি 'প্রতাপাদিত্য উৎসব'-এর সূচনা করেন।

(Q) 'বীরাষ্টমী ব্রত' কে শুরু করেন?

Ans : সরলা দেবী চৌধুরানি 'বীরাষ্টমী ব্রত' শুরু করেন।

(Q) 'লক্ষ্মীর ভাণ্ডার' কে প্রতিষ্ঠা করেন?

Ans : সরলা দেবী চৌধুরানি 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রতিষ্ঠা করেন।

(Q) বাংলার মেয়েরা কবে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা পালন করেন?

Ans : ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলার মেয়েরা বঙ্গলক্ষ্মীর ব্রতকথা পালন করেন।

(Q) বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মেয়েদের জন্য গান ও যাত্রাপালা কে রচনা করেন?

Ans : চারণ কবি মুকুন্দ দাস বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মেয়েদের জন্য গান ও যাত্রাপালা রচনা করেন।

(Q) অসহযোগ আন্দোলনে বাংলার একজন নেত্রীর নাম লেখো।

Ans : অসহযোগ আন্দোলনে বাংলার একজন নেত্রীর নাম হল বাসন্তী দেবী।

(Q) অসহযোগ আন্দোলনে কর্ণাটকের একজন নেত্রীর নাম লেখো।

Ans : অসহযোগ আন্দোলনে কর্ণাটকের একজন নেত্রীর নাম হল কমলাদেবী চট্টোপাধ্যায়।

(Q) ঊষা মেহতা কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

Ans : ঊষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

(Q) অসহযোগ আন্দোলনে যোগদানকারী পারসি সম্প্রদায়ের একজন মহিলার নাম লেখো।

Ans : অসহযোগ আন্দোলনে যোগদানকারী পারসি সম্প্রদায়ের একজন মহিলা হলেন মনিবেন প্যাটেল।

(Q) 'মহিলা শ্রীহট্ট সংঘ' কবে স্থাপিত হয়?

Ans : ১৯৩০ খ্রিস্টাব্দে 'মহিলা শ্রীহট্ট সংঘ' স্থাপিত হয়।

(Q) সাঁওতাল পরগনার মানুষ কীভাবে আইন অমান্য করে?

Ans : অরণ্য আইন অমান্য করে সাঁওতাল পরগনার মানুষ আইন অমান্য করে।

(Q) মেদিনীপুরের কোন্ গ্রাম আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেয়?

Ans : মেদিনীপুরের পিছাবনী গ্রাম আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেয়।

(Q) মণিপুরের আইন অমান্য আন্দোলনে কে নেতৃত্ব দেন?

Ans : মণিপুরের আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন রানি গুইদালো।

(Q) ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন এমন একজন দলিত নারীর নাম লেখো।

Ans : ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন এমন একজন দলিত নারীর নাম হল শান্তাবাই ভালেরাও।

(Q) বিয়াল্লিশের আন্দোলনে তমলুকের এক নেত্রীর নাম লেখো।

Ans : বিয়াল্লিশের আন্দোলনে তমলুকের এক নেত্রীর নাম হল মাতঙ্গিনি হাজরা।

(Q) 'দীপালি সংঘ' কে প্রতিষ্ঠা করেন?

Ans : 'দীপালি সংঘ' প্রতিষ্ঠা করেন লীলা নাগ (রায়)।

(Q) 'দীপালি সংঘ' কবে প্রতিষ্ঠিত হয়?

Ans : ১৯২৩ খ্রিস্টাব্দে 'দীপালি সংঘ' প্রতিষ্ঠিত হয়।

(Q) 'শ্রী সংঘ' কারা প্রতিষ্ঠা করেন?

Ans : 'শ্রী সংঘ' প্রতিষ্ঠা করেন অনিল রায় ও লীলা নাগ (রায়)।

(Q) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকার্যে জড়িত একজন নেত্রীর নাম লেখো।

Ans : চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকার্যে জড়িত একজন নেত্রীর নাম হল প্রীতিলতা ওয়াদ্দেদার।

(Q) ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহিদ কে?

Ans : ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহিদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার।

(Q) আজাদ হিন্দ বাহিনীর নারী ব্রিগেডের নাম কী ছিল?

Ans : আজাদ হিন্দ বাহিনীর নারী ব্রিগেডের নাম ছিল ঝাঁসির রানি ব্রিগেড।

(Q) আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের প্রধান কে ছিলেন?

Ans : আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের প্রধান ছিলেন লক্ষ্মী স্বামীনাথন।

(Q) বিপ্লবী বীণা দাস কোন্ কলেজের ছাত্রী ছিলেন?

Ans : বিপ্লবী বীণা দাস সেন্ট জন ডায়োসেশন কলেজের ছাত্রী ছিলেন।

(Q) বিপ্লবী বীণা দাস কাকে হত্যা করার চেষ্টা করে ধৃত হন?

Ans : বিপ্লবী বীণা দাশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করে ধৃত হন।

(Q) কংগ্রেসের কোন্ অধিবেশনে কাদম্বিনী গাঙ্গুলি যোগ দেন?

Ans : কংগ্রেসের ১৮৯০ খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে কাদম্বিনী গাঙ্গুলি যোগ দেন।

(Q) 'ভারতের মার্গারেট থ্যাচার' কে?

Ans : 'ভারতের মার্গারেট থ্যাচার' হলেন ইন্দিরা গান্ধি।

(Q) 'ভারতীয় মহিলা ফেডারেশন' কবে গঠিত হয়?

Ans : ১৯৫৪ খ্রিস্টাব্দে 'ভারতীয় মহিলা ফেডারেশন' গঠিত হয়।

(Q) 'ভারতীয় মহিলা পরিষদ', 'সেবাসদন' কে তৈরি করেন?

Ans : 'ভারতীয় মহিলা পরিষদ', 'সেবাসদন' তৈরি করেন গোবিন্দ রানাডের দ্বিতীয় পত্নী রমাবাই রানাডে।

(Q) 'নারী সত্যাগ্রহ সমিতি' ও কর্মমন্দির (১৯২১ খ্রিস্টাব্দ) কে প্রতিষ্ঠা করেন?

Ans : 'নারী সত্যাগ্রহ সমিতি' ও কর্মমন্দির প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাশের পত্নী বাসন্তী দেবী।

(Q) 'নারী কর্মসমিতি'-র প্রতিষ্ঠাতা কে?

Ans : 'নারী কর্মসমিতি'-র প্রতিষ্ঠাতা হলেন চিত্তরঞ্জন দাশের বোন ঊর্মিলা দেবী।

(Q) 'মহিলা রাষ্ট্রীয় সংঘ'-এর প্রথম সভাপতি কে?

Ans : 'মহিলা রাষ্ট্রীয় সংঘ'-এর প্রথম সভাপতি হলেন প্রভাবতী দেবী।

(Q) 'অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স' (AIWC) কবে গঠিত হয়?

Ans : ১৯২৭ খ্রিস্টাব্দে 'অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স' (AIWC) গঠিত হয়।

(Q) 'ভারতের বুলবুল' কে?

Ans : 'ভারতের বুলবুল' হলেন সরোজিনী নাইডু।

(Q) কে 'রাষ্ট্রীয় স্ত্রী সংঘ' প্রতিষ্ঠা করেন?

Ans : সরোজিনী নাইডু 'রাষ্ট্রীয় স্ত্রী সংঘ' প্রতিষ্ঠা করেন।

(Q) রাজকুমারী অমৃত কাউর কোথায় আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন?

Ans : রাজকুমারী অমৃত কাউর পাঞ্জাবে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন।

(Q) 'সর্বভারতীয় মহিলা কংগ্রেস'-এর মুখপত্র কী?

Ans : সর্বভারতীয় মহিলা কংগ্রেস'-এর মুখপত্র হল 'রোশনি'।

(Q) 'ভগিনী সেনা' কে গঠন করেন?

Ans : 'ভগিনী সেনা' গঠন করেন মাতঙ্গিনি হাজরা।

(Q) কে, কোথায় 'তাম্রলিপ্ত জাতীয় সরকার' গড়ে তোলেন?

Ans : সতীশচন্দ্র সামন্ত মেদিনীপুরে 'তাম্রলিপ্ত জাতীয় সরকার' গড়ে তোলেন।

(Q) 'দীপালি ছাত্রী সংঘ' কবে তৈরি হয়?

Ans : ১৯২৬ খ্রিস্টাব্দে 'দীপালি ছাত্রী সংঘ' তৈরি হয়।

(Q) কবে প্রীতিলতা 'পাহাড়তলি ইন্সটিটিউট অফ চিটাগাং হিলস' আক্রমণ করেন?

Ans : ১৯৩২ খ্রিস্টাব্দের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা 'পাহাড়তলি ইন্সটিটিউট অফ চিটাগাং হিলস' আক্রমণ করেন।

(Q) লীলা নাগ কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?

Ans : লীলা নাগ 'জয়শ্রী' পত্রিকার সম্পাদক ছিলেন।

(Q) গান্ধিজি কোন্ পত্রিকায় প্রথমবার 'ভারত ছাড়ো' আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করেন?

Ans : গান্ধিজি 'হরিজন' পত্রিকায় প্রথমবার 'ভারত ছাড়ো' আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করেন।

(Q) 'চট্টগ্রাম অভ্যুত্থান' বইটি কার লেখা?

Ans : 'চট্টগ্রাম অভ্যুত্থান' বইটি কল্পনা দত্তের লেখা।