(Q) ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটনের মিশ্রণ রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি দেখায় কারণ ব্যাখ্যা কর।
Ans : দ্রবণে ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটনের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান, বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল ও বিশুদ্ধ অ্যাসিটনের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল তার চেয়ে কম হয়। ফলে দ্রবণ থেকে অণুগুলির বাষ্পীভবনের প্রবণতা, বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটনের অণুগুলির প্রবণতা অপেক্ষা বেশি হয়। এই অবস্থায় দ্রবণের উপরিস্থিত বাষ্পে আংশিক চাপের মান সম উষ্ণতায় রাউল্ট সূত্র থেকে প্রাপ্ত মান অপেক্ষা বেশি হয়। যার ফলে ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটনের মিশ্রণ রাউল্টের সূত্রের ধনাত্মক বিচ্যুতি দেখায়।
(Q) আকৃতিগত -বরনাত্মক অনুঘটক কাকে বলে? একটি উদাহরণ দাও।
Ans : যে অনুঘটন বিক্রিয়ায় বিক্রিয়া হার অনুঘটকের সছিদ্র গঠনের উপর নির্ভর করে এবং বিক্রিয়ক ও বিক্রিয়াজাত অনুসমূহের আকৃতির ওপর নির্ভর করে তাকে আকৃতিগত বর্ণনাত্মক অনুঘটন বিক্রিয়া বলে। বিক্রিয়ায় সংশ্লিষ্ট অনুঘটকটিকে আকৃতিগত বনরাত্মক অনুঘটক বলে। যেমন মৌচাক এর মতো ষড়ভূজাকৃতি গঠনের জন্য জিওলাইটকে আকৃতিগত বরনাত্মক অনুঘটক বলা যায়।
(Q) অপলয়ন বা পেপটাইজেশন বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।
Ans : কোনো সদ্য প্রস্তুত অধঃক্ষেপের বড় কণাগুলোর সঙ্গে অন্য কোন পদার্থ যোগ করে অধঃক্ষেপটিকে কলয়েড কোনায় রূপান্তরিত করার পদ্ধতিকে অপলয়ন বা পেপটাইজেশন বলা হয়। যেমন সদ্য প্রস্তুত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধঃক্ষেপকে জল দিয়ে ধোয়ার পর এতে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও জল যোগ করে ঝাঁকালে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সল উৎপন্ন হয়।
(Q) PCl5 অনুর পাঁচটি বন্ধনই কি সমতুল্য? যুক্তিসহ বলো।
Ans : PCl5 অনুর গঠনাকৃতি ত্রিকোণীয় দ্বি- পিরামিডীয়। এর তিনটি ইকুয়েটোরিয়াল বন্ধন পরস্পরের সঙ্গে কোণে 120° নত, কিন্তু একটি অ্যাক্সিয়াল ও একটি ইকুয়েটোরিয়াল বন্ধন পরস্পরের সঙ্গে কোণে 90° নত। যেহেতু এরূপ অবস্থানে প্রতিটি অ্যাক্সিয়াল P-Cl বন্ধন তিনটি বন্ধন-জোড় দ্বারা বিকর্ষিত হয়, কিন্তু প্রতিটি ইকুয়েটোরিয়াল বন্ধন দুটি বন্ধন-জোড় দ্বারা বিকর্ষিত হয়। তাই অ্যাক্সিয়াল বন্ধনগুলি কুয়েটোরিয়াল বন্ধনগুলি অপেক্ষা দৈর্ঘ্যে বড়ো এবং দুর্বল। সুতরাং, PCl5 অনুর পাঁচটি P-Cl বন্ধন সমতুল্য নয়।
(Q) XeF2 কে সম্পূর্ণরূপে আর্দ্রবিশ্লেষণ করলে কি ঘটে সমীকরণটি লেখো।
Ans : XeF2 এর আর্দ্রবিশ্লেষণ করলে Xe, HF ও O2 গ্যাস উৎপন্ন হয়।
2XeF2 + 2H2O = 2Xe + 4HF + O2
(Q) উপযুক্ত পরীক্ষা দ্বারা [Co(NH3)5Br]SO4 ও [Co(NH3)5SO4]Br জটিল যুব দুটির মধ্যে কিভাবে পার্থক্য করবে?
Ans : পদার্থের জলীয় দ্রবণে পৃথক পৃথক ভাবে BaCl2 দ্রবণ যোগ করলে [Co(NH3)5Br]SO4 এর ক্ষেত্রে সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয় যা [Co(NH3)5SO4]Br এর ক্ষেত্রে পাওয়া যায় না। অন্যদিকে AgNO3 দ্রবণ যোগ করলে দ্বিতীয়টির ক্ষেত্রে কোনো অধঃক্ষেপ উৎপন্ন হয় না, কিন্তু প্রথমটির ক্ষেত্রে হালকা হলুদ অধঃক্ষেপ উৎপন্ন হয়।
(Q) নিম্নলিখিত জটিল যৌগটির IUPAC নামকরণ লেখ [Cu(NH3)4(H2O)2]SO4
Ans : টেট্রাঅ্যামিনডাইঅ্যাকোয়াকপার(II) সালফেট
(Q) থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমারের একটি করে উদাহরণ দাও।
Ans : থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ হলোঃ পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড।
থার্মোসেটিং পলিমারের উদাহরণ হলোঃ ফেনল ফর্মালডিহাইড রেজিন, ইপোক্সি রেজিন।