View VSAQ Question

(Q) তুল্যাঙ্ক পরিবাহিতার একক লেখো।

Ans : ohm-1 cm2 g-equiv-1

(Q) কোনো দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য সমপ্রবাহ (DC) ও পরিবর্তী প্রবাহের (AC) মধ্যে কোনটি ব্যবহৃত হয় এবং কেন?

Ans : কোনো দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য সমপ্রবাহ (DC) ব্যবহার না করে পরিবর্তী প্রবাহ (AC) ব্যবহার করা হয়। যদি সমপ্রবাহ ব্যবহার করা হয়, তবে দ্রবণে তড়িদবিশ্লেষ্য পদার্থের কিছু অংশের তড়িদবিশ্লেষণ ঘটবে এবং এর ফলে তড়িদবিশ্লেষ্যের গাঢ়ত্ব হ্রাস পাবে। সুতরাং, পরীক্ষা দ্বারা নির্ণীত দ্রবণের পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হবে। তাছাড়া তড়িদবিশ্লেষণের ফলে তড়িদদ্বারে যদি গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয় তাহলে ছদন-ক্রিয়া (polarisation) ঘটে থাকে। এই ঘটনাতেও নির্ণীত দ্রবণের পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হয়।

(Q) ফেরিক হাইড্রোক্সাইড সলের তঞ্চনের জন্য নিচের কোনটি সবচেয়ে বেশি কার্যকরী ?
Na2SO4, FeCl3, K4[Fe(CN)6]

Ans : Na2SO4

(Q) কোন 3d শ্রেণীর সন্ধিগত মৌল সবচেয়ে বেশি সংখ্যক জারণ অবস্থা প্রদর্শন করে? মৌলটির সর্বোচ্চ জারণ অবস্থা কত?

Ans : ম্যাঙ্গানিজ (Mn), +5

(Q) ল্যান্থানাইড মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো।

Ans : (n-2)f1-14 (n-1)d0-1 ns2 ; [ যেখানে n=6 ]

(Q) ডেটলের মূল উপাদানগুলি কি কি?

Ans : ক্লোরোজাইলিনল, টারপিনিওল।