View MCQ Question
(Q) নীচের কোন্ আয়নীয় কঠিন যৌগ সট্কি এবং ফ্রেনকেল উভয় ত্রুটিই প্রদর্শন করে?
- AgBr
- NaCl
- CsCl
- ZnS
Ans : AgBr
(Q) মোলার পরিবাহিতার SI একক কোনটি?
- S cm mol-1
- Ohm cm mol-1
- S m2 mol-1
- S m-1
Ans : S m2 mol-1
(Q) নীচের কোনটি তরল বিস্তার মাধ্যমে গ্যাসীয় বিস্তৃত দশার কোলয়েড সিস্টেম?
- ফোম
- জেল
- ইমালসন
- সল
Ans : ফোম
(Q) নীচের কোনটির KBr যৌগ থেকে ব্রোমিন নির্গত করার ক্ষমতা আছে?
- I2
- SO2
- Br2
- F2
Ans : F2
(Q) নীচের কোন সন্ধিগত মৌলটি পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায় না?
- Sc
- Fe
- Mn
- Co
Ans : Sc
(Q) সামতলিক বর্গাকার জ্যামিতিক আকৃতিসম্পন্ন জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণুটির সংকরায়ণ অবস্থা হলো
- sp3
- dsp2
- d2sp
- sp3d
Ans : dsp2
(Q) ঘরের উষ্ণতায় ফেনলের সাথে জলীয় ব্রোমিনের বিক্রিয়ায় নীচের কোল্টিন্ট উৎপন্ন হয়?
- মেটা-ব্রোমোফেনল
- 2, 6-ডাইব্রোমোফেনল
- 2, 4, 6-ট্রাইব্রোমোফেনল
- 3. 5-ডাইব্রোমোফেনল
Ans : 2, 4, 6-ট্রাইব্রোমোফেনল
(Q) নিউক্লিক অ্যাসিড শৃঙ্খলে ক্ষারক, ফসফেট ও সুগার কোন্ ক্রমে সজ্জিত থাকে?
- ক্ষারক-ফসফেট-সুগার
- ক্ষারক-সুগার-ফসফেট
- ফসফেট-ক্ষারক-সুগার
- সুগার-ক্ষারক-ফসফেট
Ans : ক্ষারক-সুগার-ফসফেট
(Q) নীচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার?
- ব্যাকেলাইট
- টেরিলিন
- টেফলন
- নাইলন-6, 6
Ans : নাইলন-6, 6
(Q) খাদ্য সংরক্ষকটি শনাক্ত করো:
- সোডিয়াম ক্লোরাইড
- সোডিয়াম মেটাবাইসালফেট
- সোডিয়াম বেঞ্জোয়েট
- এগুলির সবকটি
Ans : এগুলির সবকটি
(Q) n-প্রকৃতির অর্ধপরিবাহী তৈরীতে সিলিকনের সাথে নীচের কোন্ মৌলটি যোগ করতে হয়?
- জার্মেনিয়াম
- আর্সেনিক
- অ্যালুমিনিয়াম
- ইন্ডিয়াম
Ans : আর্সেনিক
(Q) Al2O3 থেকে এক মোল Al মুক্ত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ
- 1F
- 6F
- 3F
- 2F (F = ফ্যারাডে)
Ans : 3F
(Q) নীচের কোনটি দ্রাবক-বিকর্ষী বা লাইয়োফোবিক কোলয়েড ?
- গাম
- স্টার্চ
- গোল্ড সল
- জিলাটিন
Ans : গোল্ড সল
(Q) কোন্ হ্যালোজেন হাইড্রাসিডটিকে কাচের পাত্রে রাখা যায় না?
- HF
- HCI
- HBr
- HI
Ans : HF
(Q) নীচের কোন্ আয়নদুটির ল্যান্থানয়েড সংকোচনের জন্য আকার সমান?
- Fe2+, Ni2+
- Zr4+, Ti4+
- Zr4+, Hf4+
- Zn2+, Hf2+
Ans : Zr4+, Hf4+
(Q) [Co(NH3)5Cl]SO4 এবং [Co(NH3)5SO4]Cl জটিল যৌগ দুটি দেখায়
- হাইড্রেট সমাবয়বতা
- সবর্গীয় সমাবয়বতা
- আয়নায়ন সমবয়বতা
- বন্ধন সমাবয়বতা
Ans : আয়নায়ন সমবয়বতা
(Q) নিচের পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারক থেকে শনাক্ত করো
CH3-CH2-CHBr-CH3 ⟶ CH3-CH=CH-CH3
- জলীয় KOH
- (CH3)3COK/∆
- অ্যালকোহলীয় KOH/∆
- সবকটি
Ans : অ্যালকোহলীয় KOH/∆
(Q) ক্ষারকগুলির কোনটি RNA-তে অনুপস্থিত?
- ইউরাসিল
- থাইমিন
- গুয়ানিন
- অ্যাডেনিন
Ans : থাইমিন
(Q) নিচের কোনটি বা কোনগুলি জীববিশ্লেষ্য পলিমার?
- PHBV
- নাইলন-2-নাইলন-6
- নাইলন-6,6
- (a) ও (b) দুটিই
Ans : নাইলন-2-নাইলন-6
(Q) নিচের কোনটি অ্যানালজেসিক ?
- ইকোয়ানিল
- অ্যাসপিরিন
- ওফ্লোক্সাসিন
- সালভারসান
Ans : অ্যাসপিরিন
(Q) কৃত্রিম মিষ্টিকারক পদার্থ যেটি রান্নার তাপমাত্রায় স্থিতিশীল এবং কোনো ক্যালোরি যোগান দেয় না?
- অলিটেম
- স্যাকারিন
- অ্যাস্পারটেম
- শুক্রালোজ
Ans : শুক্রালোজ