Go To Sir
Government Jobs
Government Jobs Notifications
Government Job Preparation
Blog 1
Autos and Vehicles
Beauty and Fashion
Business and Finance
Climate
Entertainment
Food and Drink
Game
Health
Hobbies and Leisure
Blog 2
Job and Education
Law and Government
Pets and Animals
Politics
Science
Shopping
Sports
Technology
Travel and Transportation
Other Services
Class V - XII
Dear Lottery Result
AI Chat
News
Entertainment
Age Calculator
Unit Converter
WB Recruitment
Clock
View MCQ Question
Home
View MCQ Question
(Q) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো-
ভূমিকম্প
অগ্নুৎপাত
পাত সঞ্চালন
আবহবিকার
Ans : আবহবিকার
(Q) পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে-
বার্গসুন্ড
ক্রেভাস
অ্যারেট
সার্ক
Ans : বার্গসুন্ড
(Q) বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো-
স্ট্র্যাটোস্ফিয়ার
মেসোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
আয়নোস্ফিয়ার
Ans : ট্রপোস্ফিয়ার
(Q) বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন-
উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে
অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
Ans : উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
(Q) ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো-
৬ ঘন্টা
৬ ঘন্টা ১৩ মিনিট
৬ ঘন্টা ৩০ মিনিট
৬ ঘন্টা ৪৫ মিনিট
Ans : ৬ ঘন্টা ১৩ মিনিট
(Q) সমুদ্রের যে স্থানে উয় ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে-
হিমানী সম্প্রপাত
হিমশৈল
হিমপ্রাচীর
হিমগুল্ম
Ans : হিমপ্রাচীর
(Q) বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো-
ধানের খোসা
ফ্লাই অ্যাশ
পলিথিন
ক্যাডমিয়াম
Ans : ধানের খোসা
(Q) ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো-
ডাল হ্রদ
নৈনিতাল
উলার হ্রদ
প্যাংগং হ্রদ
Ans : প্যাংগং হ্রদ
(Q) ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো-
শিলং মালভূমি
হিমালয়ের পাদদেশ অঞ্চল
পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
ছোটোনাগপুর মালভূমি
Ans : শিলং মালভূমি
(Q) ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো-
লোহিত মৃত্তিকা
পলি মৃত্তিকা
কৃষ্ণ মৃত্তিকা
ল্যাটেরাইট মৃত্তিকা
Ans : কৃষ্ণ মৃত্তিকা
(Q) ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত-
লক্ষ্ণৌ
নাগপুর
কটক
মুম্বই
Ans : নাগপুর
(Q) বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো-
কাগজ শিল্প
লৌহ ইস্পাত শিল্প
দোহন শিল্প
পেট্রোরসায়ন শিল্প
Ans : কাগজ শিল্প
(Q) 'ভারতের ডেট্রয়েট' বলে পরিচিত-
জামশেদপুর
আহমেদাবা
পুনে
চেন্নাই
Ans : চেন্নাই
(Q) উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং-এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো-
সবুজ
লাল
গাঢ় নীল
হলুদ
Ans : সবুজ
(Q) যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে-
নগ্নীভবন
আরোহন
পর্যায়ন
অবরোহন
Ans : পর্যায়ন
(Q) মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো-
অপসারণ
অবঘর্ষ
ঘর্ষন
লক্ষদান
Ans : অপসারণ
(Q) সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো
১০১২.২ মিলিবার
১০১৩.২ মিলিবার
১০১৪.২ মিলিবার
১০১৫.২ মিলিবার
Ans : ১০১৩.২ মিলিবার
(Q) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে
গ্রীষ্মকালে
বসন্তকালে
শীতকালে
সারাবছরব্যাপী
Ans : সারাবছরব্যাপী
(Q) এল নিনোর প্রভাব দেখা যায়-
আটলান্টিক মহাসাগর
ভারত মহাসাগর
প্রশান্ত মহাসাগর
উত্তর মহাসাগর
Ans : প্রশান্ত মহাসাগর
(Q) কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল-
১২ ঘন্টা
১২ ঘণ্টা ২৬ মিনিট
২৪ ঘন্টা
২৪ ঘন্টা ৫২ মিনিট
Ans : ১২ ঘণ্টা ২৬ মিনিট
(Q) নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো-
পারদ
কৃষি জমির বর্জ্য
সেলুলোজ
রান্নাঘরের বর্জ্য
Ans : পারদ
(Q) বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল-
৩০ টি
২৯ টি
২৮ টি
২৭ টি
Ans : ২৮ টি
(Q) ভারতের সর্বোচ্চ মালভূমি হল-
মালবের মালভূমি
মেঘালয় মালভূমি
তেলেঙ্গানা মালভূমি
লাদাখ মালভূমি
Ans : লাদাখ মালভূমি
(Q) গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত-
কানপুর
এলাহাবাদ
দেবপ্রয়াগ
বারাণসি
Ans : এলাহাবাদ
(Q) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো-
জম্মু ও কাশ্মীর
তামিলনাড়
কেরল
মেঘালয়
Ans : জম্মু ও কাশ্মীর
(Q) ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানঅধিকারী রাজ্যটি হল-
কেরল
তামিলনাড়ু
কর্ণাটক
অন্ধ্রপ্রদেশ
Ans : কর্ণাটক
(Q) ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো-
দুর্গাপুর স্টিল প্ল্যান্ট
ভিলাই স্টিল প্ল্যান্ট
সালেম স্টিল প্ল্যান্ট
টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
Ans : টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট
(Q) 74 M/7 মানচিত্রের সংখ্যা সূচক স্কেল হল-
1:10,000
1:25,000
1:50,000
1:1,00,000
Ans : 1:50,000
(Q) যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে-
আবহবিকার
পর্যায়ন প্রক্রিয়া
অন্তর্জাত প্রক্রিয়া
পুঞ্জয় প্রক্রিয়া
Ans : পুঞ্জয় প্রক্রিয়া
(Q) মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়-
ইয়াদাও
জুইগেন
বালিয়াড়ি
ইনসেলবার্জ
Ans : ইনসেলবার্জ
(Q) অশ্ব অক্ষাংশ অবস্থিত-
নিরক্ষীয় নিম্নচাপ বলয়
উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়
মেরু উচ্চচাপ বলয়
Ans : উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
(Q) দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়-
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
Ans : উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
(Q) সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে-
বায়ুপ্রবাহ
পৃথিবীর পরিক্রমণ
মগ্নচড়া
সব কটিই প্রযোজ্য
Ans : সব কটিই প্রযোজ্য
(Q) কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়-
দু-ঘণ্টার বেশি
ছয় ঘণ্টার বেশি
চার ঘণ্টার বেশি
আট ঘণ্টার বেশি
Ans : ছয় ঘণ্টার বেশি
(Q) যানবাহনের কার্বনকণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়-
পরিস্রাবক ঘূর্ণায়ণ
তাড়িতিক অধঃক্ষেপক
স্ক্রাবার
আস্তরণযুক্ত অ্যালুমিনা
Ans : স্ক্রাবার
(Q) ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হ'ল-
নিরক্ষরেখা
মকরক্রান্তিরেখা
মূল মধ্যরেখা
কর্কটক্রান্তিরেখা
Ans : কর্কটক্রান্তিরেখা
(Q) গোদাবরী ও কৃষা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হ'ল-
কোলেরু
পুলিকট
চিল্কা
ভেম্বনাদ
Ans : কোলেরু
(Q) ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হ'ল-
কূপ ও নলকূপ
জলাশয়
খাল
ফোয়ারা
Ans : কূপ ও নলকূপ
(Q) ভারতে পশ্চিমীঝঞ্জা দেখা যায়-
গ্রীষ্মকালে
শরৎকালে
বর্ষাকালে
শীতকালে
Ans : শীতকালে
(Q) সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়-
ইক্ষু চাষে
চা চাষে
পাট চাষে
কফি চাষে
Ans : ইক্ষু চাষে
(Q) পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত-
জুনপুটে
কোলকাতায়
শঙ্করপুরে
হলদিয়ায়
Ans : হলদিয়ায়
(Q) ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল-
বাদামি
কালো
লাল
নীল
Ans : বাদামি