(Q) ক্রোমোজোমের কোন্ গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো একপ্রান্তে অবস্থান করতে পারে?
টেলোমিয়ার
নিউক্লিওলার অরগ্যানাইজার
স্যাটেলাইট
সেন্ট্রোমিয়ার
Ans : সেন্ট্রোমিয়ার
(Q) মটরগাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী?
বেগুনি ও সবুজ
বেগুনি ও সাদা
সাদা ও বেগুনি
বেগুনি ও হলুদ
Ans : বেগুনি ও সাদা
(Q) গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনতে উৎপন্ন BBRR, BBrr, bbRR & bbrr জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাতটি কী?
1:1:1:1
2:4:2:4
4:2:2:1
2:4:1:2
Ans : 1:1:1:1
(Q) একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্রসন্তান ও দুটি কন্যাসন্তান জন্মায়, তবে ঐ সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত?
100% পুত্র হিমোফিলিক ও 0% কন্যা হিমোফিলিক
50% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক
0% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক
50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা
Ans : 50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা
(Q) নীচের কোটি ইক্যুয়াসের বৈশিষ্ট্য?
অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত তিনটি আঙুল
অগ্রপদের প্রত্যেকটিতে চারটি ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে দুটি খুরযুক্ত আঙুল
অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত দুটি আঙুল
অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল
Ans : অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল
(Q) নীচের কোটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত?
Ans : নাইট্রোজেন স্থিতিকরণ → অ্যামোনিফিকেশন → নাইট্রিফিকেশন → ডিনাইট্রিফিকেশন
(Q) জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নীচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন্ জোড়টি সঠিক?
বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ-একশৃঙ্গ গণ্ডার
দূষণ-রয়্যাল বেঙ্গল টাইগার
বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন-মেরুভল্লুক
শিকার এবং চোরাশিকার-শকুন
Ans : বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন-মেরুভল্লুক
(Q) কোনো একটি খাদ্যশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন্ ঘটনাটি ঘটে?
জীববিবর্ধন
ইউট্রফিকেশন
বিশ্ব উয়ায়ন
বধিরত্ব
Ans : জীববিবর্ধন
(Q) কোনো একটি খাদ্যশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন্ ঘটনাটি ঘটে?
জীববিবর্ধন
ইউট্রফিকেশন
বিশ্ব উয়ায়ন
বধিরত্ব
Ans : জীববিবর্ধন
(Q) সঠিক জোড়টি নির্বাচন করো-
গুরু মস্তিষ্ক - দেহের ভারসাম্য রক্ষা
হাইপোথ্যালামাস- বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
লঘু মস্তিষ্ক – দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
সুষুম্নাশীর্ষক- হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
Ans : সুষুম্নাশীর্ষক- হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
(Q) ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো-
রক্ত থেকে অধিকাংশ দেহ কোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে
যকৃত ও পেশি কোষের ভিতর গ্লুকোজকে রূপান্তরিত করে
ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়
Ans : ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
(Q) 'ক' স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে 'খ' স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক নির্বাচন করো-
'ক' স্তম্ভ
'খ' স্তম্ভ
A. ফ্লেক্সন
(i) কোয়াড্রিসেপস
B. এক্সটেনশন
(ii) পাইরিফরমিস
C. রোটেশন
(iii) বাইসেপস
A-(i), B-(ii), C(iii)
A-(ii), B- (iii), C- (i)
A-(ⅲ), B- (i), C (ii)
A-(ii), B- (i), C-(iii)
Ans : A-(ⅲ), B- (i), C (ii)
(Q) মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো- (অ) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পর থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে (আ) নিউক্লিয়ওপর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়
(অ) প্রোফেজ (আ) অ্যানাফেজ
(অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
(অ) টেলোফেজ (আ) মেটাফেজ
(অ) মেটাফেজ (আ) টেলোফেজ
Ans : (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
(Q) নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগ এর বৈশিষ্ট্য তা নির্বাচন করো-
একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে
বাহকের প্রয়োজন হয়না
নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে
পরাগরেণুর অপচয় বেশি হয়
Ans : পরাগরেণুর অপচয় বেশি হয়
(Q) মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি DNA অণুর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো।
46
1
23
অসংখ্য
Ans : 46
(Q) কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো-
BbRr, BBRr
BBrr, Bbrr
bbRR, bbRr
bbrr, bbRr
Ans : BbRr, BBRr
(Q) নিচের কোন্ দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা, স্থির করো-
ফুলের বর্ণ- বেগুনি, ফুলের অবস্থান-কাক্ষিক
কান্ডের দৈর্ঘ্য- খর্ব, পরিণত বীজের আকার কুঞ্চিত
পরিণত বীজের আকার গোল, বীজের বর্ণ- হলুদ
ফুলের অবস্থান কাক্ষিক, কান্ডের দৈর্ঘ্য- লম্বা
Ans : কান্ডের দৈর্ঘ্য- খর্ব, পরিণত বীজের আকার -কুঞ্চিত
(Q) হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা হয়েছে রয়েছে এমন পিতা-মাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নিচের গুলো থেকে নির্ধারণ করো-
H || h, h | ↾
H || H, H | ↾
H || H, h | ↾
H || h, H | ↾
Ans : H || h, H | ↾
(Q) আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো।
অন্তঃপ্রজাতি সংগ্রাম
আন্তঃপ্রজাতি সংগ্রাম
পরিবেশের সঙ্গে সংগ্রাম
নতুন প্রজাতির উৎপত্তি
Ans : আন্তঃপ্রজাতি সংগ্রাম
(Q) মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তার শনাক্ত করো-
ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
ইউরিয়া, অ্যাডেনিন
গ্লাইসিন, অ্যালানিন
ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
Ans : গ্লাইসিন, অ্যালানিন
(Q) নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছিগুলো নৃত্য করে তা স্থির করো-
প্রজনন সঙ্গী খোঁজা
অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস অভিমুখ ও দূরত্ব জানানো
নতুন মৌচাকের স্থান নির্বাচন করা
সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো
Ans : অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস অভিমুখ ও দূরত্ব জানানো
(Q) নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তার শনাক্ত করো-
বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়
জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ এর অন্তর্ভুক্ত নয়
বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়
এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়
Ans : বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়
(Q) নিচের কোন্ জোড়াটি সঠিক নয় তা স্থির করো-
চোরাশিকার - গরিলার বিপন্নতা বৃদ্ধি
বহিরাগত প্রজাতি- ল্যান্টানা তেলাপিয়া
হটস্পট নির্ধারণ - স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা
গ্রীন হাউস গ্যাস – ইউট্রোফিকেশন
Ans : গ্রীন হাউস গ্যাস – ইউট্রোফিকেশন
(Q) নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো-