View LSAQ Question

(Q) পূর্ব কলকাতার জলাভূমি কীভাবে তৈরি হয়েছে?

Ans : তিনশো বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলার জন্য গঙ্গা ভরে গিয়ে বন্যার সম্ভাবনা বাড়ছিল। তাই 1857 সালে উইলিয়াম ক্লার্কের পরিকল্পনা অনুযায়ী কলকাতার পূর্ব দিকে অবস্থিত বিদ্যাধরী নদীতে শহরের নোংরা জল ফেলা হয়। নোংরা জল ক্রমাগত পড়তে পড়তে বিদ্যাধরীর স্রোত কমে গেল। ফলে কলকাতার পূর্বে অবস্থিত নদীর এই অংশ বদ্ধ জলা হয়ে গেল। এভাবেই পূর্ব কলকাতার জলাভূমি তৈরি হল।