View MCQ Question

(Q) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটির রচয়িতা-

  1. শক্তি চট্টোপাধ্যায়
  2. সুনীল গঙ্গোপাধ্যায়
  3. জয় গোস্বামী
  4. শঙ্খ ঘোষ

Ans : শঙ্খ ঘোষ

(Q) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটি কবির কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?-

  1. নিহিত পাতালছায়া
  2. পাঁজরে দাঁড়ের শব্দ
  3. দিনগুলি রাতগুলি
  4. জলই পাষাণ হয়ে আছে

Ans : জলই পাষাণ হয়ে আছে

(Q) 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতাটি মূল কাব্যগ্রন্থের-

  1. প্রথম কবিতা
  2. ১০নং কবিতা
  3. শেষ কবিতা
  4. ২০নং কবিতা

Ans : শেষ কবিতা

(Q) শঙ্খ ঘোষ 'জলই পাষাণ হয়ে আছে' কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন-

  1. বাবা ও মাকে
  2. প্রতিমা বিশ্বাসকে
  3. অরিজিৎ আর রীণাকে
  4. তিতির আর তাতারকে

Ans : অরিজিৎ আর রীণাকে

(Q) শঙ্খ ঘোষের ছদ্মনাম-

  1. নীললোহিত
  2. মৌমাছি
  3. রূপচাঁদ পক্ষী
  4. কুম্ভক

Ans : কুম্ভক

(Q) শঙ্খ ঘোষের প্রকৃত নাম-

  1. প্রিয়দর্শী ঘোষ
  2. চিত্রভানু ঘোষ
  3. চিত্তরূপ ঘোষ
  4. চিত্তপ্রিয় ঘোষ

Ans : চিত্তপ্রিয় ঘোষ

(Q) "পায়ে পায়ে হিমানীর বাঁধ"- 'হিমানী' শব্দের অর্থ-

  1. বরফ
  2. পাহাড়
  3. আগুন
  4. লোহা

Ans : বরফ

(Q) "ছড়ানো রয়েছে কাছে দূরে।"-কী ছড়ানো রয়েছে?

  1. আমাদের শিশুদের শব
  2. সৈন্যদের শব
  3. লাল রঙের ফুল
  4. বৃদ্ধ-বৃদ্ধাদের শব

Ans : আমাদের শিশুদের শব

(Q) "আয় আরো বেঁধে বেঁধে থাকি'-র অর্থ

  1. পরাধীনতাকে বরণ করা
  2. স্বাধীনতাকে আহরণ করা
  3. সবকিছু ভুলে যাওয়া
  4. একতাবদ্ধ হওয়া

Ans : একতাবদ্ধ হওয়া

(Q) "আমাদের ডান পাশে ____" -শূন্যস্থান পূরণ করো-

  1. গিরিখাদ
  2. উপত্যকা
  3. ধ্বস
  4. চড়াই

Ans : ধ্বস

(Q) গিরিখাদ রয়েছে-

  1. আমাদের উত্তরে
  2. আমাদের বাঁয়ে
  3. আমাদের দক্ষিণে
  4. আমাদের ডানপাশে

Ans : আমাদের বাঁয়ে

(Q) "আমাদের মাথায় ____"-শূন্যস্থান পূরণ করো-

  1. আকাশ
  2. মেঘগ
  3. বোমারু
  4. চুল

Ans : বোমারু

(Q) "আমাদের _____ নেই কোনো"-শূন্যস্থান পূরণ করো-

  1. অর্থ
  2. পদ
  3. পথ
  4. রাস্তা

Ans : পথ

(Q) "পায়ে পায়ে _____ বাঁধ"-শূন্যস্থান পূরণ করো-

  1. পাথরের
  2. হিমানীর
  3. শিকলের
  4. বরফের

Ans : হিমানীর

(Q) "আমাদের মাথায় বোমারু"-'বোমার' শব্দের অর্থ-

  1. বোমা নিক্ষেপকারী বিমান
  2. মহাকাশযান
  3. ইউ এফ ও
  4. রকেট

Ans : বোমা নিক্ষেপকারী বিমান

(Q) "আমাদের ঘর কী হয়েছে?

  1. উড়ে গেছে
  2. ভেঙে গেছে
  3. ভেসে গেছে
  4. ডুবে গেছে

Ans : উড়ে গেছে

(Q) "আমাদের ____ শব"-শূন্যস্থান পূরণ করো-

  1. মানুষের
  2. শিশুদের
  3. পশুদের
  4. আত্মীয়দের

Ans : শিশুদের

(Q) "এ-মুহূর্তে _____ না কি?"-শূন্যস্থান পূরণ করো-

  1. মরে যাব
  2. হারিয়ে যাব
  3. কাঁদব
  4. হাসব

Ans : মরে যাব

(Q) "আমাদের পথ ______ "-শূন্যস্থান পূরণ করো-

  1. নেই আর
  2. উড়ে গেছে
  3. পুড়ে গেছে
  4. বাঁকা

Ans : নেই আর

(Q) "আমাদের পথ নেই আর"-উদ্ধৃতাংশে 'পথ' না থাকার অর্থ হল-

  1. কোনো উপায় নেই
  2. কোনো খাদ্য নেই
  3. বাসস্থান নেই
  4. পোশাক নেই

Ans : কোনো উপায় নেই

(Q) "আমাদের পথ নেই আর"-'পথ' শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে-

  1. দু-বার
  2. একবার
  3. চারবার
  4. তিনবার

Ans : দু-বার