(Q) ভারতের দুটি খরিফ শস্যের নাম লেখো।
Ans : ধান ও পাট
(Q) ভারতের দুটি রবি শস্যের নাম লেখো।
Ans : সরষে ও গম
(Q) ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধির একটি উপায় বলো।
Ans : উচ্চফলনশীল বীজের অধিক ব্যবহার
(Q) ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম লেখো।
Ans : চা ও কফি
(Q) ভারতের প্রধান তন্তু ফসল কোনটি?
Ans : তুলো
(Q) ভারতের প্রধান পানীয় ফসলের নাম লেখো।
Ans : চা
(Q) ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম লেখো।
Ans : চা
(Q) ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
Ans : দ্বিতীয়
(Q) মিলেট কী?
Ans : জোয়ার, বাজরা, রাগি-একত্রে এই তিনটি অপ্রধান দানাশস্যকে বলে
(Q) আখ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?
Ans : দ্বিতীয়
(Q) ভারতে আখ গবেষণাগার কোথায় স্থাপিত হয়েছে?
Ans : লখনউতে
(Q) ভারতের দুটি অর্থকরী ফসলের নাম করো।
Ans : আখ ও তুলো
(Q) ভারতে কোন্ মাটির নাম কৃষ্ণ কার্পাস মাটি?
Ans : কালোমাটির
(Q) কোন্ ফসলে বল উইভিল কীটের আক্রমণ ঘটে?
Ans : কার্পাস বা তুলোতে
(Q) ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল ধান বীজের নাম করো।
Ans : রত্না ও জয়া
(Q) জায়িদ ফসল কাকে বলে?
Ans : যেসব ফসল গ্রীষ্মের শুরতে (মার্চ-এপ্রিলে) চাষ করা হয় এবং বর্ষাকালের শুরুতে অর্থাৎ আষাঢ় (জুন) মাসে সংগ্রহ করা হয়, সেইসব ফসলকে বলে
(Q) ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল গম বীজের নাম করো।
Ans : সোনালিকা ও কল্যাণসোনা
(Q) রাগি উৎপাদনে কোন্ রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?
Ans : কর্ণাটক
(Q) ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
Ans : কৃষ্ণ মৃত্তিকা
(Q) ভারতে ব্যবহৃত দুটি উচ্চফলনশীল তুলো বীজের নাম করো।
Ans : সুজাতা ও ভারতী
(Q) চা চাষের জন্য কেমন জমির প্রয়োজন?
Ans : ঢালু জমির
(Q) কোন্ প্রকার দানাশস্য পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়?
Ans : জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি মিলেট-জাতীয় দানাশস্য
(Q) ভারতে কোন্ ধরনের কফির চাষ বেশি হয়?
Ans : রোবাস্টা কফি
(Q) আউস ধান কী প্রকার শস্য?
Ans : জায়িদ শস্য
(Q) ভারতে কোন্ ধরনের গমের চাষ বেশি হয়?
Ans : শীতকালীন লাল গম (রুটি প্রস্তুতের উপযোগী)
(Q) ভারতের বেশিরভাগ তুলোর আঁশ কী ধরনের?
Ans : ক্ষুদ্র থেকে মাঝারি দৈর্ঘ্যের
(Q) ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো।
Ans : কুমড়ো
(Q) ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের ওপর ভিত্তি করে যেসব ফসল চাষ করা হয়, তাদের কী বলে?
Ans : খরিফ ফসল
(Q) চা চাষের জন্য কীরূপ মৃত্তিকা প্রয়োজন?
Ans : লৌহসমৃদ্ধ উর্বর দোআঁশ মৃত্তিকা
(Q) দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক রাজ্যের নাম লেখো।
Ans : তামিলনাড়ু
(Q) বল উইভিল কী?
Ans : তুলো গাছের পোকা
(Q) ভারতীয় কৃষির যে-কোনো দুটি সমস্যা লেখো।
Ans : ① হেক্টরপ্রতি ফসল উৎপাদন কম এবং
② মাথাপিছু কৃষিজমির পরিমাণ কম
(Q) ভারতীয় কৃষির সমস্যাগুলি সমাধানের জন্য যে-কোনো দুটি উপায় লেখো।
Ans : ① কৃষি যন্ত্রপাতির অধিক ব্যবহার ও
② কৃষিশিক্ষা ও কৃষিঋণের ব্যবস্থা করা
(Q) ভারতের যে-কোনো দুটি বাগিচা ফসলের নাম লেখো।
Ans : চা ও রবার
(Q) সবুজবিপ্লব কোথায় হয়েছিল?
Ans : পাঞ্জাব-হরিয়ানা এবং উত্তরপ্রদেশের পশ্চিমভাগে
(Q) জোয়ার, বাজরা ও রাগিকে একত্রে কী বলে?
Ans : মিলেট
(Q) পশ্চিমবঙ্গের প্রধান ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
Ans : চুঁচুড়ায়
(Q) ভারতের একটি ধান গবেষণা কেন্দ্রের নাম লেখো।
Ans : সেন্ট্রাল রাইস রিসার্চ ইন্সটিটিউট (কটক)
(Q) হেক্টরপ্রতি ধান উৎপাদনে কোন্ রাজ্য ভারতে প্রথম স্থানের অধিকারী?
Ans : পশ্চিমবঙ্গ
(Q) ইক্ষু উৎপাদনে ভারতের কোন্ রাজ্য প্রথম স্থানের অধিকারী?
Ans : উত্তরপ্রদেশ