(Q) কোনো বস্তু ঠান্ডা না গরম কোন্ বৈশিষ্ট্যের দ্বারা জানা যায়?
Ans : তাপমাত্রার সাহায্যে কোনো বস্তুর ঠান্ডা বা গরম অবস্থাকে সঠিকভাবে জানা যায়।
(Q) থার্মোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়?
Ans : তাপমাত্রা পরিমাপ করা হয়।
(Q) পারদ থার্মোমিটার কী?
Ans : যে থার্মোমিটারে উষ্ণতামাপক তরল হিসেবে পারদ ব্যবহার করা হয় তাকে পারদ থার্মোমিটার বলে।
(Q) ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা কত?
Ans : ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা 212°F।
(Q) 0°C কত ডিগ্রি ফারেনহাইটের সমান?
Ans : 32°F-এর সমান।
(Q) 0°C ও 0°F-এর মধ্যে কোনটি কম?
Ans : 0°F কম।
(Q) 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ও 1 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তনের মধ্যে কোনটি বড়ো?
Ans : 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বড়ো। কারণ, 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন = 180 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন।
1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন = 9/5 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন
(Q) উষ্ণতার কোন্ মান ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলেই সমান হয়?
Ans : -40°F বা -40°C উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান।
(Q) A থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে। B থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে। কোন্ থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে?
Ans : B থার্মোমিটার দিয়ে।
(Q) তাপ কী?
Ans : দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায়, তাকেই তাপ বলা হয়।
(Q) বোধগম্য তাপ কাকে বলে?
Ans : যে তাপ গ্রহণে বস্তুর উষ্ণতা বাড়ে এবং বর্জনে উষ্ণতা কমে, তাকে বোধগম্য তাপ বলে।
(Q) কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা হলে বস্তুর নেওয়া তাপের পরিমাণ কী হবে?
Ans : বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দ্বিগুণ করা হলে বস্তুর নেওয়া তাপের পরিমাণ দ্বিগুণ হবে।
(Q) নির্দিষ্ট ভরের কোনো বস্তু বাইরে থেকে কত পরিমাণ তাপ নিয়েছে বা কত পরিমাণ তাপ ওই বস্তু থেকে বাইরে বেরিয়ে গেছে সেটা কীসের ওপর নির্ভর করে?
Ans : বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ওপর নির্ভর করে।
(Q) তাপের একক কী?
Ans : SI-তে জুল (joule বা J)। এ ছাড়া তাপ পরিমাপের একটি প্রচলিত একক হল ক্যালোরি।
(Q) কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
Ans : বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এবং বস্তুর উপাদান-এর ওপর।